Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৩rd অক্টোবর ২০২৪

সৈয়দ মুশফিকুর রহমান

মহাপরিচালক
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে স্বাগতম। চোরাচালান দমন ও কাস্টমস অপরাধ প্রতিরোধ এবং দি কাস্টমস এ্যাক্ট, ১৯৬৯ এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। চোরাচালান ও শুল্ক ফাঁকির অপপ্রবণতা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।

 

বর্তমানে আমরা এমন এক সময়ে অবতীর্ণ হয়েছি যখন দেশের অর্থনীতির মূল চালিকা শক্তিগুলো সুদৃঢ় রাখার পাশাপাশি যুক্ত হয়েছে সামাজিক, পরিবেশ ও মানবনিরাপত্তা নিশ্চিত করার বৃহৎ চ্যালেঞ্জসমূহ। এই গুরুদায়িত্ব পালনে কাস্টমস গোয়েন্দা সদা তৎপর ও সদা জাগ্রত। কাস্টমস সংক্রান্ত অপরাধের পাশাপাশি স্বর্ণ, মাদক, বৈদেশিক মুদ্রাসহ যে কোন প্রকার চোরাচালান ক্ষীপ্রতার সাথে মোকাবেলা করার জন্য অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করছে এই প্রতিষ্ঠান। এ দেশের সকল নাগরিকের প্রতি আহ্বান জানাই, আপনারা চোরাচালান ও শুল্ক ফাঁকি সম্পর্কে সচেতন হোন এবং এ সকল অপরাধ প্রতিরোধ ও উদঘাটনে গোপন তথ্য সরবরাহ করে আমাদের কার্যক্রমকে আরো শানিত করতে এগিয়ে আসুন। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রেখে গর্বিত অংশীদার হোন। আমাদের সকলের সচেতন প্রচেষ্টা্‌ই পারে বাণিজ্য বান্ধব পরিবেশ বজায় রেখে চোরাচালান ও শুল্ক ফাঁকি প্রতিরোধ নিশ্চিত করতে।